টাটারা অনেক আগেই সাহায্যের কথা ঘোষণা করেছিলেন, এবার সেই খাতাতে নাম লেখালেন এশিয়ার সবথেকে ধনী পরিবার আম্বানি পরিবার। প্রধানমন্ত্রীর ‘পিএমকেয়ার্স’ ফান্ডে ৫০০ কোটি টাকা দিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রিল) এবং রিলায়্যান্স ফাউন্ডেশন। তার সঙ্গে মহারাষ্ট্র ও গুজরাত সরকারকেও ৫ কোটি টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে সংস্থার তরফে। এ ছাড়াও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এবং সংস্থার গ্রাহকদের নানা পরিষেবার মাধ্যমে করোনা-যুদ্ধে রিল শামিল হয়েছে বলে সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে সংস্থা।
ওই বিবৃতিতেই সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টর মুকেশ আম্বানি বলেছেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা দেরিতে নয়, আগেই জিতব। এই সঙ্কটের সময় গোটা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ পরিবার দেশবাসীর সঙ্গে আছে এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে জিততে সব রকম প্রচেষ্টা চালাবে।’’
অন্য দিকে রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন তথা মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানি বলেছেন, ‘‘কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশবাসী এক হয়ে লড়াই করছে। রিলায়্যান্স ফাউন্ডেশনের আমরা সবাই দেশবাসীর সঙ্গে আছি। বিশেষ করে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাঁদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের চিকিৎসক ও কর্মীরা দেশের প্রথম করোনা হাসপাতাল তৈরি করেছে। স্ক্রিনিং, টেস্ট, প্রতিরোধ এবং চিকিৎসায় তাঁরা সরকারকে সব রকম সাহায্য করবেন।’’ নীতা আরও বলেছেন, ‘‘এই সময় সবচেয়ে বেশি দরকার গরিব, দিনমজুরদের পাশে দাঁড়ানো। আমাদের খাদ্য-বিলি কর্মসূচিতে দেশের লক্ষ লক্ষ মানুষকে খাওয়াচ্ছি আমরা।’’ সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘দেশবাসী যে করোনার বিরুদ্ধে লড়াই করছে, তাতে সাহায্য করতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ‘পিএমকেয়ার্স’ ফান্ডে ৫০০ কোটি অনুদানের ঘোষণা করছে সংস্থা। মহারাষ্ট্র এ এবং গুজরাত রাজ্য সরকারের তহবিলেও ৫ কোটি টাকা করে দেবে সংস্থা।’’ সেখানে আরও বলা হয়েছে, ‘‘কোভিড-১৯ যে অভূতপূর্ব চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তা প্রতিরোধ করতে ২৪ ঘণ্টা কাজ করছে।’’
কেন্দ্র ও দুই রাজ্য সরকারের তহবিলে এই বিপুল অনুদান ছাড়াও আরও কী ভাবে সাহায্য করবে সংস্থা, তা-ও জানানো হয়েছে। ১০০ বেডের একটি কোভিড-১৯ হাসপাতাল তৈরি করেছে সংস্থা। এ ছাড়া ১ লক্ষ স্বাস্থ্যকর্মীকে মাস্ক বিলি, কয়েক হাজার সুরক্ষা পোশাক, জরুরি পরিষেবার জন্য বিনামূল্যে গাড়ির তেল, জিওর গ্রাহকদের ডেটার সুবিধাও দিয়েছে তারা।