পুরোপুরি শীতের আমেজ না থাকলেও, কালীপুজোর সময় থেকেই রাজ্যে গরম একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। ভোরের দিকে ঠান্ডাও অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়লে তার রেশ কেটেও যাচ্ছে। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি। সকাল থেকে আকাশ মেঘলা ছিল এ দিন। অন্য জেলাগুলিতেও প্রায় একই অবস্থা। 

আগামী সপ্তাহ থেকেই রাজ্যে  আসবে শীতের আমেজ। নভেম্বরের শুরুতে দু’-তিন দিন ভালই ঠান্ডা মালুম হয়েছিল শহর জুড়ে। কিন্তু আচমকাই সেই ঠান্ডা ভাব উধাও হয়ে যায়। তবে ২৩ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে বলে আলিপুর আবহওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

Find out more: