শুক্রবার রাতেই শিরশিরানি ঠান্ডা হাওয়া হালকা কাঁপুনি ধরিয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক কাকভোর থেকেই মুষলধারে বৃষ্টি হয়। যার জেরে সকাল থেকে সূর্যের মুখ দেখেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার থেকেই শীত! পূর্বাভাস আবহাওয়া দফতরের। ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ।  আগামী ২৪ ঘণ্টা এমনই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। 

মেঘ সরলেই ঠান্ডার আমেজ ফিরবে কলকাতায়। পারদ নামতে পারে ২০ ডিগ্রির নীচে। ইতিমধ্যে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ গত কয়েক দিনের তুলনায় নিম্নমুখী। আবহাওয়া বিজ্ঞানীদের আশা, আগামী সোমবার থেকেই উত্তুরে হাওয়ার প্রভাব মালুম হবে। 

Find out more: