এই অত্যন্ত পরিবর্তনশীল রোগটি যে কোনও বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে এবং একই পরিবারের সদস্যের মধ্যে এই রোগটির উপসর্গের নানাবিধ রকমফের দেখা গেছে। এখনও পর্যন্ত এই রোগের কোনও চিকিৎসা আবিষ্কার হয়নি, তবে গোটা পৃথিবীব্যাপী এর গবেষণা চলছে।
NPC রোগটির উপসর্গ মারাত্মক এবং এর প্রকাশ জন্মের প্রথম কয়েক মাসের মধ্যে হতে পারে; আবার বেশ কিছু গবেষণায় এর বিলম্বিত সূত্রপাত হতেও দেখা গিয়েছে। এই রোগটির বৈশিষ্ট্য হল এটি দীর্ঘকাল স্থায়ী এবং ক্রমবর্ধিষ্ণু হয়। তাই অধিকাংশ ক্ষেত্রে এই রোগের লক্ষণগুলি প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অনীর্ণনিয় হয়ে থাকতে পারে।
এই পুরো প্রক্রিয়াটি আমরা কম্পিউটেশনাল বায়োলজির মাধ্যমে প্রমাণ করেছি 3D স্ট্রাকচারের ওপর ভিত্তি করে। সম্প্রতি আমাদের গবেষণাটিকে মার্কিন যুক্তরাজ্যের অন্যতম প্রতিষ্ঠান হার্ভার্ড মেডিকেল স্কুল তাদের এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে তৃতীয় স্থানে সম্মান জানায় এবং আমাদের গবেষণার একটি পোস্টার সেখানে উপস্থাপিত হয়।
কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতাল এবং ওয়েস্ট সাফোক হাসপাতাল, ইউকে