আধার কার্ডের সাথেই প্যান কার্ডের সংযোগকারীর দিন আরো বাড়ল। উল্লেখ্য, এর আগে একে একে ছ’বার আধার ও প্যান কার্ড সংযোগকারীর সময় বাড়ানো হয়। কিন্তু সুত্রের খবর, এখনো বহু ব্যাক্তি এই কাজ করেন নি। তাই এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হল আরও তিন মাস। শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এর আগে আধার-প্যান সংযুক্তিকরণের শেষ সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর। ৩০ মার্চ থেকে সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছিল মাস ছয়েক আগেই। নির্দিষ্ট সময়ের মধ্যে দুইয়ের সংযুক্তিকরণ না করালে গ্রাহককে জরিমানা দিতে হবে, জানানো হয়েছিল সে কথাও। কিন্তু তা সত্তেও এখনো একটা বড় অংশের দেশবাসী এই কাজ এখনো করেন নি বলেই খবর।


Find out more: