সারাবছর সরকারি কর্তব্য পালনে ব্যস্ত থাকতে হয় পুলিশ কর্মীদের। এমনকি উৎসবের দিনগুলোতে যখন সবাই আনন্দ উপভোগ করেন, তখন তাঁদের সজাগ থাকতে হয় সাধারণের সেই আনন্দে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যে। তবু সমাজের প্রতি নিজের দায়িত্ব কর্তব্যের তাগিদে প্রতি বছর পুজোর পর পথ চলতি মানুদের লাড্ডু খাইয়ে, আবার কখনো দুঃস্থ দের বস্ত্র বিতরণ করে নিজের ইচ্ছা পূরণ করেন বর্ধমান জেলা পুলিশে কর্মরত সাব ইন্সপেক্টর বরুণ সরকার। 
শুক্রবার দুপুরে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে প্রায় দু হাজার মানুষের মধ্যে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে লাড্ডু বিতরণ করলেন বরুণ বাবু নিজের হাতে। আর পুলিশের এহেন উদ্যোগে খুশি পথ চলতি সাধারণ নাগরিক। বরুণ বাবু জানিয়েছেন, পুলিশ কে সাধারণ মানুষ যে চোখেই দেখুক না কেন তাঁরা সব সময় যেমন তাঁদের কর্তব্যে অবিচল থাকেন, তেমনি সমাজের প্রতি দায়িত্ব পালনেও তারা নানান কর্মসূচি গ্রহণ করেন।


Find out more: