ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউদাউ করে জ্বলছে তেলে শোধনাগার। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আরামকো জ্বালানি তেল শোধনাগার।  এদিন ড্রোন হামলায় জ্বলছে শোধনাগার। শনিবার স্থানীয় সময় ভোর রাতের দিকে হামলাটি হয়। যদিও সৌদি আরব সরকারের পক্ষ থেকে ড্রোন হামলার কথা স্বীকার করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, আবকাইক শহরে অবস্থিত ওই তেল শোধনাগারটিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। পরে অবশ্য সে দেশের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে। ওয়াকিবহাল মহলের ধারণা, ঘটনার পেছনে ইরানের হাত রয়েছে। গত জুন ও জুলাই মাসে সাগরে ভাসমান তেল ট্যাঙ্কারে হামলা হয়েছিল। সেবার সৌদি আরব ও আমেরিকা যৌথভাবে ইরানকেই দায়ী করে। এবার দেখার কারা দায়ী ।

Find out more: