রাজ্যের মুখ্যসচিব পদে আসতে চলেছেন রাজীব সিনহা। আগামী ১ অক্টোবর থেকে তিনি মুখ্যসচিবের দায়িত্ব নেবেন। বৃহস্পতিবার ট্যুইট করে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বর্তমানে মুখ্যসচিব পদে রয়েছেন মলয় দে৷ মলয় বাবুর মেয়াদ শেষ হচ্ছে এই মাসেই৷ অন্যদিকে বর্তমানে স্বাস্থ্য দফতরে অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বে আছেন ১৯৮৬ সালের আইএএস ব্যাচ রাজীব সিনহা। সেখান থেকেই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্তে আসতে চলেছেন তিনি। সরকারের সমস্ত কাজ তথ্য বিষয় ওয়াকিবহাল থাকে সচিব রা । প্রশাসনিক বিষয়ে পড়াশোনা করে আসে । কারন রাজনৈতিক ভাবে জীতে আসা নেত্রিত্বরা মন্ত্রিত্ব পান তারা শুধু জনগনের প্রতি দায়বদ্ধ থাকে । জনগনের ভাল মন্দ দিক টা দেখে । তাদের সংশ্লিষ্ট বিষয় জ্ঞান না থাকাই স্বাভাবিক সেইজন্য এই সচিব রা সেই কাজে সহায়তা করেন , আমরা অনেক সচিব কে দেখেছি যারা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছে বা অনেক সচিব সরকার বা মন্ত্রিদের উপর প্রভাব খাটিয়েছে এবারে দেখার পালা নয়া সচিব রাজিব সিনহার কাছ থেকে পশ্চিমবঙ্গ বাসী কতটা উপকৃত হয় ।