শেষ মুহূর্তে সকাল থেকে খড়গপুর শহরে উপনির্বাচনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কে সাথে নিয়ে প্রচার করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।সাথে ছিলেন অজিত মাইতি,দিনেন রায়,শেখ হানিফ প্রমুখ।শহরের সব এলাকা পায়ে হেঁটে সকলকে শুভেচ্ছা জানান কলকাতার মেয়র।পায়ে হেঁটে প্রকার শেষ করে তিনি খড়গপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড এর একটি ব্যাংকের সামনে মঞ্চে ভাষণ দেন। ফিরহাদ হাকিম বলেন ,বহু দিন থেকে খড়গপুর এক পাগল কে সহ্য করেছে।কখনও বলে গরুর দুধে সোনা আছে আবার কখনো বলে এনআরসি করে সকলকে তাড়িয়ে দেবে।কিন্তু প্রদীপ সরকারের সাথে যখনই দেখা হয় তখনই প্রদীপ ভাই বলেন দাদা খড়গপুর শহরের জন্য একটু পানীয় জল যাতে মানুষ আরও পাই একটু দেখুন।প্রদীপ সরকার খড়গপুর শহরের নেতা নয় আপনাদের ছেলে’।