আজকাল বিভিন্ন অনুষ্ঠান দেখে মনে হচ্ছে বাঙালীর সুরুচিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। তাই অভিভাবকদের উচিত ভবিষ্যত প্রজন্মকে হাত ধরে প্রকৃত শিক্ষা ও সংস্কৃতির দিকে নিয়ে আসা। শনিবার বর্ধমানের দেওয়ানদিঘীতে মডেল স্কুলের ১৭তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে এভাবেই বর্তমান চলতে থাকা সংস্কৃতির সমালোচনা করে গেলেন প্রখ্যাত চিত্রপরিচালক তরুণ মজুমদার। তিনি এদিন বলেন, সিনেমা থেকে টিভি সিরিয়াল বিশেষত বাংলা যে সমস্ত সিরিয়ালগুলি হচ্ছে সেগুলিতে কেবলই সংসারের ভাঙন, ঝগড়া এসবই দেখানো হচ্ছে। এরফলে মনের ওপর প্রভাব পড়ছে। 

উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানের উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সরাসরি নাচের ধরণ নিয়ে কোনো মন্তব্য না করলেও তরুণবাবু বলেন, সুরুচিগুলো ক্রমশই ভোঁতা হয়েছে। বাংলার নিজস্ব যে সংস্কৃতির ধারা সেগুলি চাপা পড়ে যাচ্ছে। আর অভিভাবকদের সেই দায়িত্বই নিতে হবে। তিনি এদিন স্কুলের অভিভাবকদের কাছে আবেদন করেন, আপনার ছেলেমেয়ে যারা ভবিষ্যতের দিশারী তাদের হাতে ধরে প্রকৃত বাংলার সংস্কৃতির মধ্যে নিয়ে যেতে হবে। অন্যান্যদের মধ্যে এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, কলেজের কর্ণধার অচিন্ত্য মণ্ডল প্রমুখরা।

Find out more: