করোনা মহামারীর কারণে রেল- উড়ান সবই বন্ধ ছিল বেশ কিছু দিন। এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা। তবে যেহেতু উসব তাই ৩৯২ টি স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। দেশ জুড়ে এই স্পেশাল ট্রেন চালু হবে। রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দূর্গাপুজো, দশেরা, ছটপুজো ও দেওয়ালির কথা মাথায় রেখে ওইসব ট্রেন চালানো হচ্ছে। ওইসময় যাত্রীদের ভীড় সামাল দিতেই ওইসব ট্রেন চালানো হচ্ছে।

আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে মোট ৩৯২টি স্পেশাল ট্রেন চালবে রেল। মঙ্গলবার এমনটাই জানাল রেলমন্ত্রক। ওইসব ট্রেনের মধ্যে ৩৩ জোড়া ট্রেন পেল বাংলা। বিশেষ ট্রেন হিসেবে ওইসব ট্রেনগুলিতে ভাড়া একটু বেশি হবে। এক্ষেত্রে ১০-৩০ শতংশ ভাড়া বাড়তে পারে। তবে তা নির্ভর করছে যাত্রী কোন শ্রেণির টিকিট কেটেছেন তার ওপর। ট্রেনগুলির মধ্যে রয়েছে, হাওড়া-জম্মু-তাওয়াই, হাওড়া-রক্সৌল, কলকাতা-গোরক্ষপুর, সাঁতরাগাছি-পুদুচেরি, রাঁচি-হাওড়া-র মতো ট্রেন। 

Find out more: