চিনা রাষ্ট্রপতি শি জিনপিং এর দুদিনের ভারত সফরের শনিবার ছিল শেষ দিন। এদিন পূর্ব ঘোষণা মতোই তামিলনাড়ুর মামল্লপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ঘরোয়া আলোচনা সারেন চিনা রাষ্ট্রপতি। দু’দিনের এইর ঘরোয়া সফরের পর শনিবার দুপুরে মধ্যাহ্নভোজ সেরেই নেপালের উদ্দেশ্যে রওনা দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বন্ধুর মত কথাবার্তা হয়েছে দু’জনের। ভারত-চিন সম্পর্ককে আরও মজবুত করতে একাধিক বিষয়ে কথা বলেছেন তাঁরা। তবে বহুচর্চিত কাশ্মীর ইস্যুতে কোন কথা হয়নি। জিনপিং ফিরে যাওয়ার পর শনিবার সাংবাদিক বৈঠক করে একই কথা জানিয়েছেন বিদেশ সচিব বিজয় গোখেল। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘হাউডি মোদি’ ও দীর্ঘ মার্কিন সফরের পর চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের এই দুদিনের সফর ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।