রিয়্যালিটি শো এর ফরম্যাট অনুযায়ী পাঁচ জন প্রাক্তন জুটি ও পাঁচ জন সম্পর্কে আছেন এমন জুটি সলমনের সঙ্গে থাকার কথা।কিন্তু শেষ পর্যন্ত কারা থাকবেন তা নিয়ে জল্পনার শেষ যেন হচ্ছেই না।বিচারকের আসনে রবিনা ট্যানডন ও আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসাবে রনবীর সিং ও দীপিকা পাডুকোনের আসার কথা থাকলেও সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে।

টিমের পক্ষ থেকে রণবীর কাপুরের নাম ওঠায় বাধ সেধেছেন সলমন নিজেই।ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের একসময়ের সম্পর্কের জন্যই তাদের মধ্যে সম্পর্ককে তিক্ত করেছে।এছাড়া দীপিকার সঙ্গে ভাইজানের ঠাণ্ডা যুদ্ধের ব্যাপারে সকলেই অবগত।বলিউডে লঞ্চ থেকে একসঙ্গে ছবি করা, সবক্ষেত্রেই দীপিকা না করেন।কাজেই এই প্রস্তাবও বাতিল।

তৃতীয় জুটি হিসাবে ক্যাটরিনার নাম আসলেও অভিনেত্রী সলমনের প্রাক্তনী হিসাবে উপস্থিত হতে নারাজ।তিনি সলমনের সঙ্গে সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি।কাজেই শো তে সলমনের সাথে কে উপস্থিত থাকবেন সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।আপাতদৃষ্টিতে জানা যাচ্ছে সলমন একাই থাকবেন প্রথম দুটি পর্বে।


Find out more: