সলমনের সঙ্গে তাঁর প্রাক্তনদের সম্পর্ক কোনদিনই খারাপ নয়।কিছুদিন আগেই তাঁকে দেখা গেছে প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির জন্মদিন পালন করতে।সমি আলির সঙ্গেও তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।ক্যাটরিনা কাইফের কেরিয়ারের নিয়মিত পরামর্শদাতা তিনি।
তবে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ক্যাটরিনার ব্যাপারে সলমন যেন একটু বেশিই কেয়ারিং।কিছুদিন আগেই যখন ‘জজ্ঞা জাসুস’ বক্স অফিসে সাকসেসের মুখ দেখলনা তখন সলমন নিজও দায়িত্বে তাঁর কেরিয়ার সামলেছিলেন।‘জিরো আর ভারত’ করে ঘুরে দাঁড়িয়েছেন নায়িকা।
কিন্তু ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার নাম জুড়ে যাওয়াতে সলমন বেশ রেগেই গিয়েছেন।রনবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও তাঁর আপত্তি ছিল।ক্যাটরিনার ঐ সময় কাজে ফোকাস হারিয়ে যাওয়া টাই নাকি তাঁর আপত্তির কারন ছিল।অন্যদিকে ভিকি , হরলিন শেঠির সঙ্গে সম্পর্ক থাকাকালীন ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান বলে অভিযোগ সলমনের।আরও একটি ভুল সমীকরণ তিনি ক্যাটরিনার জীবনে চাননা।তাঁর এই আপত্তি কতটা প্রভাব ফেলবে ক্যাটের জীবনে?