চার মাস হলো মুক্তি পেয়েছে অ্যাভেঞ্জার্স এন্ডগেম সিনেমা। আর এর মধ্যেই দশ বছরের রেকর্ড ভেঙে দিল এই সিনেমা। তাও রেকর্ড ভাঙল অবতারের মতো সিনেমার। ভাবছেন কীসের রেকর্ড ? একদম ঠিক ধরেছেন বক্স অফিসের রেকর্ড। অবতারের মোট আয় ছিল ১৯,২১০ কোটি টাকা। গতকাল এই আয়কে টপকে এখন সর্বোচ্চ আয়ের দিক থেকে প্রথম হয়ে গেল অ্যাভেঞ্জারস এন্ডগেম। এই সিনেমার প্রযোজক কেভিন ফিজ আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, “সবাইকে ধন্যবাদ, আপনাদের জন্যই এই সিনেমা এমন সাফল্য পেয়েছে।’’

ডিজনি স্টুডিয়োর কো চেয়ারম্যান এবং ক্রিয়েটিভ অফিসার অ্যালান হর্ন বলেছেন, “মার্ভেল  স্টুডিয়োর সবাইকে অসংখ্য অভিনন্দন । অ্যাভেঞ্জারস ফ্যানেদের অভিনন্দন এই উচ্চতায় তারা সিনেমাটিকে পৌঁছে দিয়েছে তাঁর জন্য”। থর চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়ার্থও নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই সাফল্যের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছে। অ্যাভেঞ্জারসের ২২তম সুপারহিরো সিরিজের শেষ ছবি অ্যাভেঞ্জারস এন্ডগেম। তবে ডিজনির  অবতারের সিকোয়েল  মুক্তি পেতে চলেছে ডিসেম্বর ২০২১ সালে।


Find out more: