দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। সাধারণ
মানুষের পাশাপাশি বলিউড সেলিব্রিটিরাও পালন করছেন স্বাধীনতা দিবস। এমনকী স্বাধীনতা
দিবসের আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর কাপুরের মতো
তারকারা পুলওয়ামা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমের
সাক্ষাতকারে এবার স্বাধীনতা দিবসে বার্তা দিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি জানান,
ভারতবাসী হিসাবে আমাদের সকলের গর্ব বোধ করা উচিত। নিজেকে গর্বিত ভারতবাসী হিসেবে তুলে ধরতে হবে। পাশাপাশি কে
হিন্দু, কে মুসলিম, কে খ্রীস্টান, সেই ভেদাভেদ না করে সব মানুষের মধ্যে একাত্মতা গড়ে তুলতে
হবে। আর তার জন্য দেশের যুব সম্প্রদেয়কে অগ্রণী ভূমিকা নিতে হবে।
অন্যদিকে, ধোনির দেশভক্তি প্রশ্নাতীত। ধোনির গ্লাভসেও বলিদান চিহ্ন নিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে আইসিসির নিষেধে সেই চিহ্ন পরা গ্লাভস বাদ দিয়েই তাঁকে পরবর্তী ম্যাচে নামতে হয়। এতকিছুর পর বোর্ডের অনুমতি মিললে ৩১ জুলাই থেকে দক্ষিণ কাশ্মীরে ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ান(প্যারা)-এ প্রশিক্ষণ শুরু হয় মহেন্দ্র সিং ধোনির। ১৫ দিন পর আজ তাঁর প্রশিক্ষণ শেষ হয়। তবে স্বাধীনতা দিবস কোথায় উদযাপন করলেন তিনি, কীভাবে উদযাপন করলেন এ কৌতুহলের অন্ত ছিল না। যদিও আগেই জানানো হয়েছিল তিনি লাদাখে থাকবেন। খবর অনুযায়ী মহেন্দ্র সিং ধোনি লাদাখেই স্বাধীনতা দিবস উদযাপন করেন। শুক্রবার পর্যন্ত সেনাদের সঙ্গে তিনি লাদাখেই থাকবেন। জানা গিয়েছে, এদিন সকালে তিনি লাদাখে পৌঁছন। তারপর ব্রেকফাস্ট সেরে সেনা হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন ধোনি। তারপর আর্মি সদভাবনা স্কুলে যান। সেখানে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মাহি।