অনুপম রায়ের গান মানেই জেন ওয়াই থেকে শুরু করে গান প্রিয় মানুষ সবার কাছেই পছন্দের তালিকায় জায়গা পায়। এতদিন সোশ্যল মিডিয়া, অডিও, ভিডিও, সিনেমার প্ল্যাব্যাক সবেতেই শুনেছেন অনুপম রায়ের গান। এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পুজোর আগে আগমনী গানে মাতালেন অনুপম রায়। গত ১৯ জুলাই থেকে এসভিএফ শুরু করেছে নতুন স্বাদে নামি শিল্পীদের কম্পোজিশনে বাংলা গান। নাম অরিপ্লাস্ট অরিজিনালস। এবার সেই অরিপ্লাস্ট অরিজিনালসের চলতি সপ্তাহে গত বুধবার প্রকাশিত হয় শেষ এপিসোড। প্রথম সিজনের সেই শেষ এপিসোডে 'আগমনীর গান'-এ মাতালেন অনুপম রায়। ইউটিউবে ভিউয়ার ঈর্ষণীয়। পুজোর আমেজকে মাথায় রেখে নিজেই গানটি লিখেছেন এবং গেয়েছেন। আর গানের কম্পোজিশনে কোরাস ও ফিউশনের সংমিশ্রনে আগমনীর গান পেয়েছে এক অন্য মাত্রা। যা মন কেড়েছে শ্রোতাদের।

 

অন্যদিকে, রণবীর কাপুরকে শাহরুখ খান করার ইচ্ছে রয়েছে। আরে ঘাবড়াবেন না। শাহরুখ খান অভিনীত কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় রাহুলের চরিত্র রণবীর কাপুরকে পছন্দ করণ জোহারের। আবার ঘাবড়ে গেলেন তো ? তাহলে ব্যাপরাটা একটু খুলেই বলা যাক। নয় নয় করে প্রায় ২০ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন করণ জোহার। সেই উপলক্ষ্যে মেলবোর্ণ পিল্ম ফেস্টিভ্যালে করণ জোহারের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়ের বিশেষ স্ক্রিণিং করা হয়। সেখানে বলিউডের এই পরিচালককে প্রশ্ন করা হয়, তিনি যদি কুছ কুছ হোতা হ্যায়-এর রিমেক বানান তাহলে কাকে তিনি কাস্ট করবেন। তখন তিনি বলেন কুছ কুছ হোতা হ্যায়-তে শাহরুখ খান অভিনীত রাহুলের চরিত্রে তিনি রণবীর কাপুরকে কাস্ট করবেন। কারণ, শাহরুখ খান আর রাণবীর কাপুর এই দু’জনের মধ্যেই আমি সেই পাগলামিটা দেখতে পাই। অবধারিত পরবর্তী প্রশ্ন ছিল অঞ্জলি আর টিনার চরিত্রে কাকে কাস্ট করবেন ? পরিচালকের জবাব ছিল অঞ্জলির চরিত্রে আলিয়া ভাট এবং টিনার চরিত্রে তাঁর জাহ্নবী কাপুরকে পছন্দ।

 


Find out more: