
বহুদিনের অপেক্ষার অবসান হল এবার।২০০৭ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভুলভুলাইয়া’।এবার সামনে এলো এর সিকুয়াল ‘ভুলভুলাইয়া ২’–এরপ্রথম পোস্টার। মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের ‘চকলেট বয়’ কার্তিক আরিয়ানকে। সোমবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কার্তিক বহু প্রতীক্ষিত ওই ছবির ফার্স্ট লুক প্রকাশ করলেন।
২০০৭ এর ছবি ‘ভুলভুলাইয়া’তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল খিলাড়ি অক্ষয় কুমারকে। এর দ্বিতীয় পর্বে অক্ষয়কেই রাখা হবে, নাকি বেছে নেওয়া হবে নতুন মুখ, সে নিয়ে চলছিল বিস্তর জল্পনা। অক্ষয় ছাড়াও ওই ছবিতে ছিলেন বিদ্যা বালান, আমিশা পটেল এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা। গল্পে অক্ষয়ের চরিত্রের নাম ছিল আদিত্য শ্রীবাস্তব। একজনের মনস্তত্ত্ববিদের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবির টাইটেল ট্র্যাক, ‘তেরি আঁখে ভুলভুলাইয়া’ সে সময়ে রাতারাতি ‘ইউথ অ্যান্থেম’ হয়ে উঠেছিল। বিদ্যা বালানের সুদক্ষ অভিনয় মন কেড়েছিল মুভি-ফ্রিকদের।
মাথায় ব্যান্ডানা। গায়ে গেরুয়া পোশাক। দু’হাতে ধরা রয়েছে খুলি। গলায় রুদ্রাক্ষের মালা। ‘ভূত’ তাড়াতে যে ময়দানে পুরোপুরি নেমে পড়েছেন কার্তিক, তা তাঁর বেশভূষাই বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘ভূত’ ‘তাড়ানোর গুণিন (গোস্টবাস্টার) বাড়িতে প্রবেশ করতে প্রস্তুত।’তবে ছবিতে কার্ত্তিকের চরিত্রটি ওঝা নাকি অক্ষয় কুমারের মত মনস্তত্ত্ববিদের সেবিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।