বাজেট ৫০০ কোটি। আর এই বাজেটের উপর নির্ভর করে রামায়ন বানাচ্ছেন নিতীশ তিওয়ারি। আর সেই রামায়নে সীতার ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন আর রামের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক রোশনকে। যদিও এ বিষয়ে পরিচালক কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন, রামায়ন নিয়ে তিনি এই মুহূর্তে কিছু ভাবছেন না। কাগজ পত্র তৈরি হলে তবেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করবেন। যদিও বলিউডে গু়্জন, নিতীশ তিওয়ারির রামায়ন শুধু হিন্দি নয়, তামিল তেলেগু সহ অনেকগুলি ভাষাতেই হবে এই সিনেমা। তবে ঋত্বিক-দীপিকা ছাড়া আর কারা কারা এই সিনেমায় অভিনয় করবেন সেটা সম্পর্কে কিছু জানা যায়নি।

অন্যদিকে,নরেন্দ্র মোদীর বায়োপিকের পর এবার ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পর্দায় তুলে ধরবেন বিবেক ওবেরয়। এবার তিনি প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হবেন বিবেক ওবেরয়। সিনেমার মাধ্যমে তুলে ধরা হবে বালাকোটে এয়ার স্ট্রাইকের নানা ঘটনা। জানা যাচ্ছে নানা অজানা কাহিনিও তুলে ধরা হবে এই ছবিতে। সব ঘটনাই বিস্তারিত ভাবে তুলে ধরা হবে এই ছবিতে। তবে অবশ্যই এই ছবির উল্লেখযোগ্য অংশ হতে চলেছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্বের কাহিনী। শুধুমাত্র হিন্দি নয়, তামিল ও তেলেগু ভাষাতেও হবে এই ছবি। চলতি বছরের শেষের দিকে জম্মু-কাশ্মীর, দিল্লি ও আগ্রাতে শ্যুটিং শুরু হবে। এই ছবি নিয়ে বিবেক ওবেরয় জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ আমাদের ভরসা করার জন্য। আশা করছি তাঁদের ভরসা রাখতে পারব। এই ছবির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কাহিনি তুলে ধরা হবে। সেই সঙ্গে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্বের কাহিনিও তুলে ধরা হবে।

 



Find out more: