মহারাষ্ট্রের মন্ত্রী মহাদেব জানকারের কথায় আগামী মাসের শেষের দিকেই রাজনীতিতে সক্রিয়ভাবে পদার্পণ করতে চলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। তবে তিনি কংগ্রেস বা বিজেপির মত কোন বড় দলে নয়, তিনি যোগ দিতে চলেছেন ছোট একটি আঞ্চলিক দলে। এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গেই তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা আরও জোরাল হয় যে মহারাষ্ট্রের রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি) দলে নাম লেখাতে চলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত?
কিন্তু তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনাতে তিনি নিজেই জল ঢেলে দেন। তিনি বলেন “আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। মিস্টার জানকার আমার খুব ভাল বন্ধু এবং শুভানুধ্যায়ী। ভবিষ্যতের জন্য ওঁকে অসংখ্য শুভেচ্ছা জানাই।”
আরএসপি’র ১৭তম প্রতিষ্ঠা দিবসে রবিবার মহাদেব জানকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, সঞ্জয় তাঁকে কথা দিয়েছেন আগামী ২৫ সেপ্টেম্বর তাঁর দলে যোগ দেবেন। প্রমাণ হিসেবে একটি ভিডিও চালিয়েও দেখান মহারাষ্ট্রের এই মন্ত্রী। ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্জুবাবা জানকারকে নিজের ‘ভাই’ বলে সম্বোধন করছেন। আরএসপি’র ১৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সঞ্জয় দত্তকে শুভেচ্ছাও জানাতেও দেখা গিয়েছে সেই ভিডিওয়। মহাদেব এদিন আরও জানান যে, সঞ্জুবাবা এখন দুবাইতে রয়েছেন। প্রথমটায় তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল বলেই সঞ্জয় দত্ত যোগ দিতে পারছিলেন না। আর সেই জন্যই নাকি তাঁর দলের অন্তর্ভূক্তি এতটা পিছিয়ে গিয়েছে।
সঞ্জয় দত্তের পরিবারের সাথে রাজনীতির যোগাযোগ বরাবরই রয়েছে। সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত ছিলেন ৫ বারের কংগ্রেস সাংসদ। ২০০৪ থেকে আমৃত্যু কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন সুনীল দত্ত। বোন প্রিয়া দত্তও কংগ্রেসের সাংসদ ছিলেন।এবারের লোকসভা ভোটে তাঁকে বোনের জন্য প্রচার করতেও দেখা যায়।