বিতর্ক রয়েছে তবে সাইনা নেহালের বায়োপিকে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছে শ্রদ্ধা কাপুরের। জানা যায়, টানা দু’বছর ধরে প্রশিক্ষণ নিয়ে যে লেভেলে পৌঁছনর কথা ছিল শ্র্দ্ধার তাঁর অর্ধেকও পারেননি তিনি। তাই সেই সুযোগ চলে যায় পরিণীতি চোপড়ার কাছে। তবে এ বিষয়ে অন্য কতা বলেছেন শ্র্দ্ধা। তিনি জানিয়েছেন, সাইনার বায়োপিকে প্রথম দিনেই আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর সিনেমাটা পিছিয়ে গেল। কিন্তু তারই মধ্যে রেমো ডিসুজার থেকে অ্যানি বডি ক্যান ডান্স টু-র অফার পাই। সেটা আর ছাড়তে পারিনি।

 

তবে কারণ যাই হোক এবার তিনি সানিয়া মিরজার বায়োপিক হলে সেই সুযোগ ছাড়তে চান না। একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, ‘‘শুধু মাত্র সানিয়া টেনিস চ্যাম্পিয়ন বলেই নয়, ওঁর জীবনটা ভীষণ ইন্টারেস্টিং বলে মনে হয় আমার।’’

 

অন্যদিকে, র কাহিনি অনেকের জানা থাকলেও কোটারানির কাহিনি অনেকেরই অজানা। সেই কারণে কাশ্মীরের শেষ হিন্দু সম্রাজ্ঞীকে নিয়ে সিনেমা যে সিনেমাপ্রেমী দর্শকদের কৌতুহল জাগাবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই সিনেমায় মুখ্য চরিত্র বা অন্য কোনও চরত্রে কে বা কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।

 

 






তবে কারণ যাই হোক এবার তিনি সানিয়া মিরজার বায়োপিক হলে সেই সুযোগ ছাড়তে চান না। একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, ‘‘শুধু মাত্র সানিয়া টেনিস চ্যাম্পিয়ন বলেই নয়, ওঁর জীবনটা ভীষণ ইন্টারেস্টিং বলে মনে হয় আমার।’’

 

অন্যদিকে, র কাহিনি অনেকের জানা থাকলেও কোটারানির কাহিনি অনেকেরই অজানা। সেই কারণে কাশ্মীরের শেষ হিন্দু সম্রাজ্ঞীকে নিয়ে সিনেমা যে সিনেমাপ্রেমী দর্শকদের কৌতুহল জাগাবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই সিনেমায় মুখ্য চরিত্র বা অন্য কোনও চরত্রে কে বা কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।



Find out more: