ভাগ্যের চাকা যে
কীভাবে ঘোরে তা কেউ জানে না। আর ভাগ্যের চাকা ঘোরার প্রকৃষ্ট উদাহরণ হল রানাঘাটের
ভবঘুরে রানু মণ্ডলের জীবনের চাকা। পেটের খিদে মেটাতে স্টেশনে গান গাইতেন রানু। আর
সেই গান অতীন্দ্র চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। তারপর আর পিছনে ফিরে
তাকাতে হয়নি রানু মণ্ডলকে। কলকাতা, কেরল এমনকী বাংলাদেশ থেকেও গান গাওয়ার অফার
এসেছে। ইতিমধ্যে হিমেশ রেশমিয়ার পরবর্তী সিনেমাতে প্লেব্যাক করেছেন রানু। কিন্তু
রানুর জনপ্রিয়তার পরই প্রায় ৮ বছর পর মায়ের সঙ্গে দেখা করতে আসেন রানুর মেয়ে
স্বাতী রায়। যার জন্য নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় স্বাতীকে। ৮ বছর
পর মায়ের সঙ্গে দেখা করার পর এবার রানুর মেয়ে স্বাতীও গাইলেন গান। ফেসবুকে মায়ের
মতো স্বাতীও গাইলেন লতা মঙ্গেশকরের গান 'এক প্যার কা নাগমা'। রানু মণ্ডলের পর
এবার কি তাঁর মেয়ে স্বাতী রায়ও জনপ্রিয়তা পেতে চাইছেন ? প্রশ্ন কিন্তু উঠছে।
অন্যদিকে, আগেই জানা গিয়েছিল কাজের সন্ধানে রানু স্বামীর সঙ্গে মুম্বইতে গিয়েছিলেন। তারপর দিল্লি। কিন্তু স্বামী মারা যাওয়ায় ফিরে আসতে হয় রানাঘাটে। তবে মুম্বইতে রানু কাজ করতেন বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক ফিরোজ খানের বাড়িতে। সম্প্রতি নবভারত টাইমসকে একটি সাক্ষাতকার একথা জানান রানু মণ্ডল। সেখানে ফিরোজ খান তাঁর ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভালের কাজ করতেন তিনি। তাঁদের ঘর পরিষ্কার থেকে শুরু করে তাঁদের সময় মতো খাবার দেওয়া, রান্না করা, সব কাজই করতে রানু মণ্ডল। যা শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকেই।