গত কয়েক বছরে দুর্গাপুজো এবং ব্যোমকেশ যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। প্রতি পুজোতেই নতুন নতুন রহস্যের জট কাটাতে হাজির হন ব্যোমকেশ। পাশে থাকেন বরাবরের সঙ্গী অজিত। অজিত ব্যোমকেশ জুটি বড় পর্দায় আবার ফিরে আসছে। আবির চট্টোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত-র পর এবার সত্যান্বেষণে নামেছেন নতুন ব্যোমকেশ-অজিত জুটি। ব্যোমকেশের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং অজিতের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষ-কে। ছবির নাম 'সত্যান্বেষী ব্যোমকেশ'। শনিবার মুক্তি পেল ছবির টিজার।

গত কয়েক বছরে দুর্গা পুজোর সময় ব্যোমকেশের মুক্তির একটা ট্রেনড লক্ষ্য করা যাচ্ছে।  প্রতি পুজোতেই নতুন নতুন রহস্যের জট কাটাতে হাজির হন ব্যোমকেশ। পাশে থাকেন বরাবরের সঙ্গী অজিত। তবে, এই ছবিটিতে কাস্টিং, প্রযোজনা সংস্থা, পরিচালক সবেতেই থাকছে নতুন মুখ। পুরনো মুখ বলতে রয়েছেন অঞ্জন দত্ত। ছবির টিজারেও অঞ্জন দত্তের  উপস্থিতি উজ্জ্বল।

'মগ্নমৈনাক' গল্প অবলম্বনে অঞ্জন দত্তের চিত্রনাট্যেই আস্থা রেখেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। এর আগে সায়ন্তনের পরিচালনায় ওয়েব সিরিজে 'ব্যোমকেশ'-এর ভূমিকায় দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে।

অঞ্জনের ব্যোমকেশ প্রথম থেকেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কেই অনুসরণ করেছে। পরিচালকও গল্পের বিশুদ্ধতা বজায় রাখাতেই বিশ্বাসী। নতুন ব্যোমকেশ অজিত জুটিকে দেখে উচ্ছ্বসিত সবাই। রহস্যের ঘনঘটা ভেদ করে সত্যকে উদ্ধার করতে পুজোর মরসুমেই ফিরছে নতুন জুটি।

 


Find out more: