
অনেক দিন ধরেন অমিতাভ নমাতনি নভ্যার সঙ্গে মিজান
জাফরির সম্পর্ক নিয়ে গুঞ্জন নিয়ে শোনা যাচ্ছিল। এমনকী সুইতজারল্যান্ডে ঘুরতে
গিয়েছিল বলেও শোনা যায়। যদিও তাঁদের সঙ্গে মিজানের বোন ও তাঁর বন্ধুরাও ছিল।
কিন্তু তাঁদের সম্পর্ক কি সিলমোহর দিলেন দিদিমা জয়া বচ্চন ? কারণ সন্দীপ খোসলার ব়্যাম্পে যে ছবি ধার পড়েছে তাতে
অনেকের এরকমই ধারণা হয়েছে। ব়্যাম্পে দীপিকা হাঁটছিলেন সেখানে ছুটে যান জয়া। দৌড়ে
গিয়েই জড়িয়ে ধরেন মিজান জাফরিকে। যা দেখে ফ্ল্যাশবাল্বের ঝলকানি প্রায় থামানো
যায়নি বললেই হয়।
অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া সবসময়েই খবরের শিরোনামে। সে প্রকাশ্যে ধূমপান বিতর্ক হোক বা জা-এর সঙ্গে শপিং। আবার নিক জোন্স যখন স্টেজ থেকে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ভালবাসার কথা বোঝান তখন সব ক্যামেরা প্রিয়াঙ্কার দিকেই তাকিয়ে থাকে। এবার স্বামী নিকের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। মার্কিন মুলুকের ওই রাস্তায় স্ত্রী প্রিয়াঙ্কার হাত আকড়ে ধরে নিয়ে হাঁটতে দেখা যায় নিক জোনাসকে। নিউ ইয়র্কের রাস্তায় ধূসর রঙের প্যান্টের সঙ্গে সাদা প্যান্ট পরে বের হতে দেখা যায় নিককে। অন্যদিকে প্রিয়াঙ্কাকে দেখা যায় সবুজ রঙের ফ্লোরাল জাম্প স্যুটে। নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার ওই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারে প্রিয়াঙ্কার নাম সার্চ করলেই চোপড়া বা জোনাস নয়, দেখাচ্ছে প্রিয়াঙ্কা সিংহ! যদিও উইকিপিডিয়া-র তাঁর নাম প্রিয়াঙ্কা চোপড়াই দেখা যাচ্ছে। ব্যাপারটা নেটিজেনদের নজরে আসতেই তা ভাইরাল হয়ে যায়।