শ্রীদেবী মারা
গিয়েছেন প্রায় ১ বছরেরও বেশি। কিন্তু বলিউডে তাঁর নামই এখনও যথেষ্ট। তাই তাঁকে
সম্মান জানাতে সিঙ্গাপুরে মাদাম তুসোতে শ্রীদেবীর মূর্তি উন্মোচিত হলো। সেখানে
উপস্থিত ছিলেন বলি কাপুর সহ শ্রীদেবীর দুই কন্যাও। মূর্তি উদ্বোধনের সেই ছবি নিজের
টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন চিত্র সমালোচক তরণ আদর্শ।
অন্যদিকে, কখনও বই উল্টে ধরে, আবার কখনও ড্রাইভারের থেকে টাকা চেয়ে বাচ্চা ছেলেকে নিরাশ না করে বই কেনা। সবসমই খবরের শিরোণামে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বলিউডের হটেস্ট গার্লকে একেবারে দেখা গেল অন্য লুকে। গায়ে সোয়েটার, হাতে কাগজের প্লেন। আর চুল খোলা মুখে অনাবিল হাসি। বলিউডের হটেস্ট দিভা থেকে একেবারে সাধারণ মেয়ে। তিনি এবার ‘গুঞ্জন সাক্সেনা,দ্য কার্গিল গার্ল’। সম্প্রতি প্রকাশ পেল সেই ছবিরই ফার্স্ট লুক। কিন্তু কে এই ‘গুঞ্জন সাক্সেনা ? কেনই বা তাঁকে নিয়ে বায়োপিক ?
গুঞ্জন সাক্সেনা ছিলেন ভারতের প্রথম মহিলা কমব্যাট এভিয়েটর। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে আটকে পড়া ভারতীয় সেনাদের উদ্ধার করেছিলেন গুঞ্জন। সেই কারণেই গুঞ্জন সাক্সেনাকে নিয়ে ছবি করছে বলিউড। প্রযোজকের ভূমিকায় রয়েছেন করণ জোহার। পরিচালক শরণ শর্মা। জাহ্নবী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অঙ্গদ বেদী, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠির মতো তারকারা।
এই ছবির জন্য জাহ্নবীর পরিশ্রমের তারিফ করেছে বলিউড। নিয়ম মেনে যোগাসন, জিম, ডায়েট কিছুই বাদ ছিল না। সব কিছু ঠিক থাকলে আগামী বছর ১৩ মার্চ মুক্তি পাবে ‘গুঞ্জনসাক্সেনা,দ্য কার্গিল গার্ল’।