তিনি এখন সুপারস্টার। বলিউড
থেকে পাড়ি দিয়েছেন হলিউডে। বিয়ে করেছেন, সংসার বেঁধেছেন নিক জোনাসের সঙ্গে। প্রিয়াঙ্কা
চোপড়া সবসময়েই খবরের শিরোনামে। সে প্রকাশ্যে ধূমপান বিতর্ক হোক বা জা-এর সঙ্গে
শপিং। আবার নিক জোনাস যখন স্টেজ থেকে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ভালবাসার কথা বোঝান
তখন সব ক্যামেরা প্রিয়াঙ্কার দিকেই তাকিয়ে থাকে। তবে এবার বলিউডে তাঁর কেরিয়ার
শুরুর দিকের দিনগুলি কেমন ছিল তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
তিনি জানান, যখন তিনি কেরিয়ার শুরু করেন তখন কিছু বুঝতে পারতেন না। এমন অনেক সময়
হয়েছে পরিচালকরা তাঁকে দেখলেই চিতকার করতেন। তাঁকে অনেক সিনেমা থেকেও পরিচালকরা
বের করে দিতেন বলে জানান প্রিয়াঙ্কা। প্রিযাঙ্কার এই মন্তব্য শোনার পরই শুরু হয়েছে
জোর গুঞ্জন। তবে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই বিষয়গুলি যখন ঘটছিল তখন তাঁকে কেউ
চিনতেন না।
অন্যদিকে, গত শুক্রবার দুপুরে গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারে প্রিয়াঙ্কার নাম সার্চ করলেই চোপড়া বা জোনাস নয়, দেখাচ্ছে প্রিয়াঙ্কা সিংহ! যদিও উইকিপিডিয়া-র তাঁর নাম প্রিয়াঙ্কা চোপড়াই দেখা যাচ্ছে। ব্যাপারটা নেটিজেনদের নজরে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তৈরি হয় মজার মজার মিম। তবে এরকম কেন হলো সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের কোনও ‘বাগ’ অর্থাৎ ত্রুটির ফলেই এমনটা হয়েছে। যদিও এখনও পর্যন্ত গুগল-এর তরফে এর কোনও কিছু মন্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।