কোয়েল মল্লিক। সাধারণত টিভির পর্দায় কোয়েলকে দুষ্টু-মিষ্টি
নায়িকা হিসাবেই দেখতে অভ্যস্থ বাংলার দর্শকরা। অরুন্ধুতিতে কিছুটা অন্য রূপে দেখা
গিয়েছিল তাঁকে। তবে এবার একেবারে রণং দেহী ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে।
বিষয়টা একটু খুলেই বলা যাক।
পূজাবার্ষিকীতে এক সময় সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসির আকর্ষণ এড়ানো খুব মুশকিল ছিল। লেখিকার মৃত্যুর পর সেই জায়গা এখন ফাঁকা। পুজোয় এবার সেই স্বাদ ফিরিয়ে আনতে বড় পর্দায় আসতে চলেছে মিতিন মাসি। নাম ভূমিকায় কোয়েল মল্লিত। পরিচালক অরিন্দম শীল। পুজোর ঠিক আগে এই অক্টোবরের ২ তারিখ মুক্তি পাবে ছবিটি।
গল্পটা কিছুটা এরকম- স্কুল থেকে ফেরার সময় ছোট্ট রনি কিডন্যাপ হয়ে যায়। হুমকি ফোন আসে রনির বাবা-মায়ের কাছে। হুমকি ফোনে রনির বাবা-মাকে বলা হয়, পুলিশে জানালে কোনও ভাবে সুস্থ অবস্থায় আর বাড়ি ফিরতে পারবে না তাঁদের সন্তান। কী করবেন কোনও কিছু ভেবে পাচ্ছিলেন না রনির বাবা-মা। অবশেষে মিতিন মাসিকে পুরো বিষয়টি জানান। মহিলা গোয়েন্দা হওয়ায় প্রথমে ভুরু কুঁচকেছিলেন অনেকেই। কিন্তু তিনি তো মিতিনমাসি, সহজে ছাড়বার পাত্র নন। নিজের বুদ্ধিমত্তায় খুলতে লাগলেন একের পর এক রহস্যের জট। তারপর কী হয় সেটা দেখার জন্য অবশ্যই হলে যেতে হবে। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তুখোড় ডায়লগ আর অ্যাকশনে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে মিতিন মাসির ট্রেলার। কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিনয় পাঠক, জুন মালিয়া, রিয়া বনিক।