সলমন খানের সঙ্গে মতবিরোধের কারণে সঞ্জয়লীলা ভনসালীর ‘ইনশাল্লাহ’র কাজ আপাতত স্থগিত বলে সূত্রের খবর। এই প্রজেক্টের মাধ্যমে সঞ্জয়লীলা ভনসালীর সঙ্গে প্রথম কাজ করার কথা ছিল আলিয়া ভাটের। এই প্রজেক্ট স্থগিত হওয়ায় সেই কাজ আর হচ্ছে না বলে ধরে নেওয়া হলেও, আলিয়ার জন্য বোধহয় অপশন বন্ধ হচ্ছে না। গুঞ্জন, মাঝে মধ্যেই সঞ্জয়লীলা ভনসালীর অফিসে দেখা যাচ্ছে মহেশ কন্যাকে। শোনা যাচ্ছে, অন্য একটি প্রজেক্ট নিয়ে কথা চলছে তাঁদের মধ্যে। তবে কী প্রজেক্ট সে বিষয়ে কোনও কিছুই জানা যায়নি।

অন্যদিকে, ভারতের হয়ে অস্কার মঞ্চে প্রতিনিধিত্ব করবে রণবীর এবং আলিয়া অভিনীত ছবি ‘গালি বয়’। ৯২তম অস্কার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের বিভাগে জায়গা করে নিল জোয়া আখতার পরিচালিত ছবি ‘গালি বয়’। আর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ এবং আলিয়া ভাট। রণবীর এবং আলিয়ার অভিনয় মন কেড়েছিল অনেক আগেই। এবার দর্শকদের পছন্দের ছবি অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে। মুম্বইয়ে ধারাভি বস্তির এক ব়্যাপ পাগল ছেলের স্বপ্নপূরণের গল্প বলবে এই ছবি। শব্দ আর কথা দিয়েও যে শ্রত্রুপক্ষকে ধাক্কা মারা যায়, তা দেখিয়ে দিয়েছিল এই ছবি। আগামী বছর ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে অস্কার। ভারতবাসীও অপেক্ষা করছে সুখবর শোনার জন্য। এই খবর ছড়িয়ে পড়ার খুশি ছড়িয়ে পড়েছে ইন্ডাস্ট্রিতে। শুভেচ্ছার বন্যায় ভাসছেন ছবির কলাকুশলীরা।


Find out more: