তিনি অভিনেত্রী, আবার সাংসদও। চরম ব্যস্ত তিনি। আবার তিনি
ঘরণীও। বিয়ের পর এই প্রথম বড় পর্দায় ফিরছেন নুসরত জাহান। তবে দুর্গা পুজোয় নয়,
পুজো শেষে। শরতে নয়, শীতে আসছে নুসরত অভিনীত ছবি ‘অসুর’। রবিবার
ছবির নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হয়েছে ছবিতে অভিনেত্রী ফার্স্ট লুক। পোস্টারে
দেখা যাচ্ছে ছিমছাম শাড়িতে দাঁড়িয়ে অভিনেত্রী। গলায় হার, চোখে চশমা, সিঁথিতে
সিঁদুর কপালে একটা ছোট্ট টিপ। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন – ‘অসুর-এর
দুর্গা অদিতি।’ আপনারাও দেখে নিন সেই ছবি -