
দিদি কৃতি স্যানন অনেক আগেই বলিউডের খাতায় নাম লিখিয়েছেন। এবার দিদির দেখানো পথেই পথ চলা শুরু করলেন তাঁর বোন নূপুর স্যানন। গায়ক বি প্রাকের নতুন মিউজিক ভিডিয়োতে দেখা যাবে তাঁকে। অক্ষয়ের 'কেশরি'-এর 'তেরি মিট্টি' গানটি তাঁরই গাওয়া।
বড় পর্দায় পা দিয়েই ছক্কা হাঁকিয়েছেন তিনি, কারণ মিস্টার খিলাড়ি রয়েছেন তাঁর সাথে। ওই ভিডিয়োতে খিলাড়ি কুমার অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
ইতিমধ্যেই ওই গানের শুটের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছবি গুলিতে অক্ষয়ের সঙ্গে নজর কেড়েছে নুপুরের 'সিম্পল' লুক। সাদা রঙের সালোয়ারে তিনি স্নিগ্ধ অথচ মোহময়ী।
এরকম অভিজ্ঞতার ফলে উচ্ছ্বসিত নূপুর নিজেও।অক্ষয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা নিয়ে ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন তিনি। নুপুর লিখেছেন, ‘‘কী অদ্ভূত অনুভূতি।অক্ষয়ের ফ্যান থেকে কো-স্টার। সত্যি স্বপ্নের মতো।’’
তবে নূপুর যে একদমই অচেনা মুখ্ তা নয়, এর আগে অবশ্য দিদির সঙ্গে এক হেয়ার অয়েল কোম্পানির কমার্শিয়াল অ্যাডে দেখা গিয়েছিল নূপুরকে। এমনিতে হিরোইন দিদির সঙ্গে বেজায় ভাব বোনের। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই কৃতী শেয়ার করেন দু'জনের নানান মুহূর্তের ছবি।ইন্সটাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। অক্ষয়ের সঙ্গে ছবি ইন্সটাগ্রামে পোস্ট করার সাথে সাথে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়।