অবশেষে অপেক্ষার অবসান, ১৮ অক্টোবর রিলিজ হতে চলেছে  সাইফ আলী খানের' লাল কাপ্তান ' । সিনেমায় সাইফ আলী খানকে দেখা যাবে এক হিংস্র নাগা সাধু হিসাবে। ইতিমধ্যেই  টুইটারে একটি পোস্ট এ আনন্দ লাল রায়  সিনেমার১ মিনিটের ট্রেইলার রিলিজ করে দিয়েছেন।" আদমি কে পেয়েদা হতে হি কাল আপনা ভেয়েস পে বেয়েট কার চাল পারতে হে.. নামক একটি ভয়ংকর দৃশ্যে  ডায়লগ বলার মধ্য দিয়ে সাইফ আলী খানকে দেখা যাচ্ছে এক অন্য লুক এ। এ রস এবং কালার ইয়োলও  সিনেমা টি বার করছে।
ছবির স্ক্রিপ্ট লিখেছেন আনন্দ  এল রাই। সিনেমার ডিরেক্টর হলেন নাভ দ্বীপ সিং।   এরআগে দিল বেচারা, জনি জানেমান  , এন এইচ ১০এর মত সিনেমা গুলিতে সফলতা পেয়েছেন তিনি। ভারতের  কোনো এক ঘটনার সত্যি কারের দৃশ্য তুলে ধরতে চাইছেন   নাভ দ্বীপ ।  শুরুতেই সিনেমাটি র ট্রেইলার imdb তে 'most awaited ' ভারতীয় ফিল্ম এ এক নম্বর জায়গা করে নিয়েছে। সিনেমাটিতে  সোয়েব আলী  খানের সাথে সাথে মানব জি, জয়া হোসেন, দীপক ডব্রিয়াল দের অভিনয় করতে দেখা যাবে।
  সিনেমাটি নিয়ে টুইটারে কালার ইয়েলও লিখেছে " আব বাদলেকা রাং হোগা লাল"  সব মিলিয়ে এক জমজমাট রোমাঞ্চ কর সিনেমা দর্শক দের কাছে নিয়ে আসতে চলেছে সোয়েব আলী খান।


Find out more: