নবমী নিশি যেন শেষ না হয়। কারণ, নবমী শেষেই বিজয়া দশমী। মাকে বিদায় জানানোর
পালা। মন খারাপের শুরু। কিন্তু বিজয়া দশমীতেই সিঁদুর খেলায় মেতে ওঠেন সবাই। বিবাহিত
মহিলরাই সিঁদুর খেলেন। কিন্তু অবিবাহিত যাঁরা, তাঁদের কি সিঁদুর খেলা যায় না ? এই প্রশ্ন নতুন নয়, কিন্তু মিথ ভাঙতে পারেন কতজন! মিথ
ভাঙলেন সঙ্গীত শিল্পী জুন বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই শো-এর জন্য বাইরে থাকতে হয়,
নতুবা অবিবাহিত হওয়ার জন্য এই সিঁদুর খেলায় অংশ নিতে পারতেন না। কিন্তু ইচ্ছে
ছিলই। এবার মিথ ভেঙে সেই ইচ্ছেই পূরণ করলেন তিনি। মুম্বইয়ের লোখণ্ডওয়ালায় সিঁদুর
খেললেন জুন। বললেন, ‘মা দুর্গা কি বলেছেন অবিবাহিত থাকলে সিঁদুর খেলতে নেই ? বা সিঁদুর খেলা যাবে না!
সত্যি আমি ভীষণ আনন্দ করলাম। প্রতি বছর সিঁদুর খেলতে চাই।’