টেলিভিশনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। তাঁর অভিনয় দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। দিওয়ালিতে বলিউড জুড়ে শুধু পার্টি আর পার্টি। আর সেই রকমই গুরু রানধাওয়াও পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতেই হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নিয়া। গুরু রনধাওয়ার সঙ্গে পঞ্জাবি গানে এবং সঞ্জিদা শেখের সঙ্গে পুরনো একটি হিন্দি গানের সুরে কোমর দোলান নিয়া। আর তাঁর এই নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিয়ো –


View this post on Instagram

@niasharma90 at Dilwali Party💗

A post shared by Sidni/Nivi Fanpage (@niasharma_ravidubey) on


Find out more: