ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরই নিয়েছেন
একাধিক পদক্ষেপ। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছেন। এবং সবচেয়ে বড়
পদক্ষেপ নিয়েছেন টেস্ট ক্রিকেটের জন্য। টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে
দিন-রাতের টেস্টের আয়োজন করতে চলেছে বিসিসিআই। আর সেই ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে
কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের
মঞ্চে এলেন স্বস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর একই মঞ্চে সৌরভ-শাহরুখ থাকলে তো উচ্ছ্বাস
যে অন্য মাত্রা নেবে তা বলাই বাহুল্য। এদিন মঞ্চে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়
শাহরুখ খানকে নিয়ে কী বলবেন সেই নিয়েও উতসাহ ছিল। এদিন কলকাতা আন্তর্জাতিক
চলচ্চিত্র উতসবের মঞ্চে দাঁড়িয়ে সৌরভ বলেন, “আমি বিশেষ কোনও স্পিচ
তৈরি করে আসিনি। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবার
শতবর্ষ পূরণ হল বাংলা সিনেমার। এই শহর দেখেছে সত্যজিত রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটককে।
যার জন্য সারা বিশ্ব চেনে ভারতীয় সিনেমা এবং বাংলা সিনেমাকে। সিনেমা নিয়ে নতুন
প্রজন্মের উৎসাহ দেখলেও ভাল। এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। কলাকুশলী
থেকে অভিনেতা-অভিনেত্রী সবাইকে শ্রদ্ধা জানাই। যারা বাংলা ছবিকে আজ এই উচ্চতায় এনে
দাঁড় করিয়েছেন। অনেকেই সিনেমা রিলিজ করতে পারেন না, তাদের জন্য দুয়ার
খুলে দিয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যাল।” শাহরুখ খানকেও ওয়ার্ম
ওয়েলকাম জানান বাংলার মহারাজ। শাহরুখ খানের প্রশংসাও করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।