এক একটা সাল যায় আর এক একটা ঘটনা মনে দাগ কেটে যায়। ২০১৯ সাল শেষ হয়ে ২০২০ সালের সূচনা হলো। নতুন বছর মানেই নতুন শুরু। সব খারাপকে দূরে সরিয়ে ভালোর শুরু। কিন্তু ফেলে আসা বছরে কেমন গেল বলিউডের। কোন কোন ছবি ২০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়েছিল দেখে নেওয় যাক -
অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া অভিনীত ‘কেশরী’ ব্যবসা করেছে ২০৭ কোটি টাকা। মুক্তি পেয়েছিল মার্চ মাসে।
হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’ ছবি মুক্তি পেয়েছিল জুলাইয়ে। এ বছর ব্যবসা করেছে ২০৯ কোটি টাকা।
সেপ্টেম্বরে মুক্তি পায় ‘ছিছোরে’। সুশান্ত সিংহ রাজপুত, শ্রদ্ধা কপূর অভিনীত ছবিটি ২১২ কোটি টাকা লক্ষ্মীলাভ করেছে।
মাধুরী দীক্ষিত, অজয় দেবগণ অভিনীত ‘টোটাল ধামাল’ ছবি ব্যবসা করেছে ২২৮ কোটি টাকার। ছবি মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসে।
রণবীর সিংহ-আলিয়া ভট্টের দুরন্ত অভিনয় ছিল ‘গাল্লি বয়’ ছবির মূল আকর্ষণ। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ছবিটি তুমুল জনপ্রিয় হয়। বক্স অফিসে ব্যবসার পরিমাণ ২৩৮ কোটি টাকা।
অক্ষয় কুমার, ববি দেওল, রীতেশ দেশমুখ, কীর্তি শ্যানন অভিনীত ‘হাউজফুল ফোর’ মুক্তি পেয়েছিল অক্টোবরে। বহু তারকাখচিত এই ছবি বক্স অফিসে দারুণ সফল। ব্যবসা ছুঁয়েছে ২৭৯ কোটি টাকা।
বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিংহ, অক্ষয় কুমার অভিনীত ‘মিশন মঙ্গল’ ছবিটি স্পর্শ করেছে ২৯০ কোটি টাকা।
সলমন-ক্যাটরিনার ছবি ‘ভারত’ ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে। ৫ জুন মুক্তি পাওয়া এই ছবি বাণিজ্য পৌঁছেছে ৩২৫ কোটিতে।
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। বক্স অফিসেও প্রথমসারিতে এই ছবি। ব্যবসা করেছে ৩৪২ কোটি টাকা। ছবি মুক্তি পেয়েছিল জানুয়ারিতে।
দেশ জুড়ে সুপারহিট ছবি ‘কবীর সিং’। ব্যবসা পৌঁছেছে ৩৭৯ কোটিতে। ছবিটি মুক্তি পেয়েছিল ২১ জুন।
এ বছর ৪০০ কোটির ক্লাবে পৌঁছেছে দু’টি মাত্র ছবি। তার মধ্যে একটি প্রভাস, শ্রদ্ধা কপূরের ‘সাহো’।
মুক্তির পর থেকে এই বছর শেষ হওয়া অবধি মাত্র দু’মাসে হৃতিক রোশন, টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’-এর ব্যবসা পৌঁছেছে ৪৭৫ কোটি টাকায়।