তিনি কমেডিয়ান। তিনি সেলিব্রিটি। তিনি কপিল শর্মা। অল্পদিনের মধ্যেই খ্যাতির শিখরে পৌঁছেছেন তিনি। এহেন করিল শর্মাই ২০১৮তে সাত পাকে বাঁধা পড়েন জিনি চাতরাথের সঙ্গে। ২০১৯-র ১০ ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন জিনি। সেই খবর নিজেই টুইট করে দিয়েছিলেন কপিল। বাবা হওয়ার পর নিজের খুশিও গোপন করেননি। কিন্তু নবজাতকের ছবিও প্রকাশ্যে আনেননি। বুধবার কপিল ও জিনির কন্যাসন্তানের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার ছিল কপিল শর্মার মা জনক রানির জন্মদিন। মায়ের জন্মদিন উপলক্ষে হয়েছিল ঘরোয়া পার্টি। সেই পার্টিতে কেক কাটার পর কপিলকে খাইয়ে দিচ্ছিলেন তাঁর মা। তখন কপিলের মেয়ে ছিল তাঁর কোলে। সেই ঘটনার ভিডিয়োতে কপিলের কোলে দেখা গিয়েছে তাঁদের কন্যা সন্তানকে। সেখান থেকেই কপিলের মেয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

Find out more: