গায়িকা নেহা কক্করের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই বাঙালি অভিনেত্রী মোনালিসার সঙ্গে মিউজিক ভিডিয়ো ভাইরাল আদিত্য নারায়ণের। সেই নিয়েই এখন চর্চা শুরু হয়েছে। ভিডিয়োটি অবশ্য বেশ পুরনো। তবে সম্প্রতি নেহা কক্কর ও আদিত্যর বিয়ের গুঞ্জনের মাঝেই নতুন করে ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতেতে আদিত্য ও মোনালিসার এই মিউজিক ভিডিয়ো। কেরিয়ারের প্রথমদিনে বেশকিছু ভোজপুরী গানের মিউজিক ভিডিয়োর জন্য গান ও অভিনয় দুটোই করতে দেখা গিয়েছিল আদিত্যকে। এই ভিডিয়োটিও সেই সময়কার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Every Wall Is A Door ... 🙏🙏

A post shared by MONALISA (@aslimonalisa) on

Find out more: