মনামী ঘোষ ও সৈয়দ আরাফিন অভিনীত ইরাবতীর চুপকথা ধারাবাহিত এখন যথেষ্ট জনপ্রিয়। এবার এই ধারাবাহিকেই নতুন চরিত্রের আগমন ঘটছে। ছোট থেকে বড় হয়ে উঠছে চরিত্রগুলি। শিশু চরিত্রগুলো সব বড় হয়ে গিয়েছে। অভিনেত্রী অলকানন্দা গুহ এসেছেন টিয়া চরিত্রে। ডাম্পু, তৃষা এবং আরুশি-অভ্র– সব চরিত্রেরই বড়বেলা এবার দেখা যাবে ধারাবাহিকের গল্পে।
View this post on Instagram🖤 #love #blessed #sunkissed #smiles #happy #happiness #life #light #actor #instagram