তিনি সুন্দরী। তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বলিউডে পায়ের তলার মাটিও শক্ত হচ্ছে। সম্প্রতি তাঁর ইনস্টা পোস্ট আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি উর্বশী রাউতেলা। তাঁর ইনস্টাগ্রামে গাউন পরা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, শরীরে বেশির ভাগ অংশই উন্মুক্ত। স্কিন হাগিং কালো গাউনে শরীর জড়িয়ে রাখলেও তাঁর বেশিরভাগ অংশই প্রায় উন্মুক্ত। সেই পোশাককে ব্যাখ্যা করে উর্বশী নিজেই লিখেছেন, " আমি চাই আমাকে কেউ এ ভাবেই দেখবে, যে ভাবে আমি চকোলেট কেক-কে দেখি!" কালো পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন উর্বশী নেট দুনিয়ায়। কালো গাউন শরীরে কম মাটিতে লুটিয়ে আছে বেশি!

Find out more: