কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কল্কি। একটি ইনস্টা পোস্ট থেকে এই খবর ছড়িয়েছে। যদিও অভিনেত্রীর তরফে এখনও কিছু জানানো হয়নি। পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে প্রেমিক গাই হার্সবার্গের সঙ্গে থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক।