
এম এস ধোনি আনটোল্ট স্টোরি ছবিতে অভিনয় করার পর বলিউডে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি এখন পরিচিত মুখ। তিনি দিশা পটানি। তাঁর ঝুলিতে এখন একের পর এক হিট মুভি। সম্প্রতি পাপারাতজিকে দেখে ক্ষেপে গেলেন দিশা পাটানির নিরাপত্তা রক্ষী। ঠেলে সরিয়ে দিলেন প্রত্যেককে। দিশা পাটানির কাছে এসে যাতে কেউ ছবি তুলতে না পারেন, সে বিষয়ে অতিরিক্ত সচেষ্ট হয়ে উঠলেন 'মলং' অভিনেত্রীর নিরাপত্তা রক্ষী। পাপারাতজির সঙ্গে প্রথমে বচসা, তারপর তাঁকে কার্যত ঠেলে সরিয়ে দিলেন। সেই ভিডিয়ো পোস্ট হওয়ার পরই নিন্দার ঝড় উঠেছে।