ক্যাটরিনা কাইফের সঙ্গে বিকি কৌশলের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। এরই মধ্যে বিকি কৌশলের একটি কমেন্ট সেই জল্পনাকে কয়েকগুন বাড়িয়ে দিল। এককথায় জল্পনার আগুনে ঘৃতাহুতি হলো। ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে কি ডেট করছেন বিকি কৌশল? সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতাকে। যার উত্তরে প্রথমে হেসে ফেলেন বিকি। তারপর বলেন, কোনও ডেট নয়, এটা একটা অদ্ভূত অনুভূতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Aunty ne toh #Bhoot dekh li... aur aapne? #InCinemasNow

A post shared by Vicky Kaushal (@vickykaushal09) on

Find out more: