প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ছাড়িয়ে তিনি হলিউডেও তাঁর অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন। বিয়ে করেছেন মা্র্কিন স্টার নিক জোনাসকে। কিন্তু দু’জনের বিয়ের পর এই প্রথম মুখ খুললেন প্রিয়াঙ্কার স্বামী নিক। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন নিক জোনাস। সেখানে তাঁর সহ-বিচারক কেলি ক্লার্কসন বলেন, তিনি ৩৭-এর কিন্তু নিকের বয়স তো মাত্র ২৭। কেলির এই প্রশ্নের উত্তরে হেসে ফেলেন নিক। তিনি বলেন, তাঁর স্ত্রী অর্থাত প্রিয়াঙ্কারও তো বয়স ৩৭, তো কী হয়েছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। নিকের উত্তর শুনে এ বিষয়ে আর পালটা কোনও মন্তব্য করেননি কেলি।