আমেরিকার প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্প সম্প্রতি ভারত সফরে এসে তাঁর ভাষণে ‘ডিডিএলজে’ এর উল্লেখ করেন। তারপর থেকেই উত্তেজনায় ফুটছে শাহরুখ ফ্যান ক্লাব সহ বলিউড। এই নিয়ে গৌরি খানের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় উত্তরে মজা করে তিনি বলেন ‘‘শাহরুখ এ বার ‘ডিডিএলজে’র পার্ট টু করার কথা ভাবতে পারে। আদিত্যকেও (চোপড়া) বলব আমি। সেই ছবিটা যদি প্রথম ছবির মতো আইকনিক হয়, তা হলে যত বিদেশি প্রেসিডেন্ট এ দেশে আসবেন, সকলেই প্রসঙ্গটি তুলবেন!’’

 

১৯৯৫ এ মুক্তি পেয়েছিল "দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে"। বাকিটা ইতিহাস। সেই ছবির মুগ্ধতা এখনও অমলিন। সম্প্রতি ভারত সফরে এসে ডিডিএলজে-র উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্টও। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই শহরুখ পত্নী বললেন, ডিডিএলজে-র সিক্যুয়েল তৈরি করা হোক।
মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ক্ল্যাসিক ভারতীয় ছবির প্রসঙ্গে ডিডিএলজে-র উল্লেখ করেন ট্রাম্প। তাতে একপ্রকার আপ্লুত শাহরুখ-ভক্তরা।

 

 

‘ডিডিএলজে’র সিকুয়েল হবে কি না, সময় বলবে। কিন্তু শাহরুখ-ভক্তেরা অভিনেতার ছবির প্রত্যাশায়। সূত্রের খবর অনুযায়ী, রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে। 

 

 

মুম্বইয়ের একটি নামজাদা ডিজ়াইনার স্টোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গৌরী। সেখানে সুজ়ান খান, নীলম-সহ তাঁর গার্ল গ্যাংয়ের অনেকেই উপস্থিত ছিলেন। অতিথি তালিকায় শাহরুখের নাম ছিল না। কিন্তু সকলকে চমকে দিয়ে তিনি সেখানে হাজির হন। শাহরুখের আগমন নিয়ে গৌরী বলেন, ‘‘আর্কিটেকচার, ইন্টিরিয়র ডিজ়াইন ও খুব ভাল বোঝে। শাহরুখ অভিনেতা না হলে নিঃসন্দেহে আর্কিটেক্ট হতে পারত। ও আমার কোনও ডিজ়াইন ভাল বললে, আমি গর্বিত হই।’’ সম্প্রতি নিজেদের বাড়িতে শাহরুখের ঘরের ডিজ়াইনে অদল-বদল করেছেন গৌরী, যা অভিনেতার বিশেষ পছন্দ হয়েছে।

 

Find out more: