সৃজিত মিথিলার রিসেপশন বলে কথা, খুব স্বাভাবিকভাবেই নিমন্ত্রিত ছিল গোটা ইন্ডাস্ট্রি। কিন্তু যেরকম ভাবা হয়েছিল ততটা চাঁদের হাট বসেনি স্বভূমিতে। ঔজ্জ্বল্য যেন একটু কমই ছিল। শোনা যাচ্ছে, একদা সৃজিতের সঙ্গে যাঁদের ঘনিষ্ঠতা ছিল তাঁদের অনেকের কাছেই আমন্ত্রণ পত্র পৌঁছয়নি। তাই দেখা গেল না অনেক পরিচিত মুখকেও।  টলিপাড়ার কিছু উজ্জ্বল মুখের উপস্থিতি নজর কাড়লেও না আসার তালিকা নেহাত ছোট ছিল না। 

 

 

গত ৬ ই ডিসেম্বর সৃজিত মিথিলার রেজিস্ট্রি হওয়ার পর থেকেই ফোকাসের কেন্দ্রবিন্দু ছিলেন তাঁরা। কি করছেন কোথায় যাচ্ছেন সবেতেই নজর ছিল সবার। সৃজিত-মিথিলার রিসেপশনে তাই ভাবা হয়েছিল, নিমন্ত্রিতেরা সকলেই আসবেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে সৃজিতের অনেক ঘনিষ্ঠই এলেন না। একেক জন এক এক কাজে ব্যস্ত। তাই তাঁরা আসতে পারেননি বলেই জানা গিয়েছে।

 

যেমন, অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী সৃজিত-মিথিলাকে শুভেচ্ছা জানাতে এলেও আসেননি তাঁর প্রিয় বান্ধবী নুসরত। বোলপুরে ব্রাত্য বসুর নতুন ছবির জন্য তিনি আবির মুখোপাধ্যায়ের সঙ্গে শুটে ব্যস্ত। ফলে নুসরতের পাশাপাশি দেখা গেল না আবিরকেও।
অনুপস্থিত ছিলেন সৃজিতের চিরকালের পছন্দের নায়ক যিশু সেনগুপ্তও। তিনি এখন মুম্বইতে কাজ নিয়ে ব্যস্ত। তাঁর স্ত্রী নীলাঞ্জনাও আসেননি। কারণ? নীলাঞ্জনার মা অসুস্থ।
আসেননি পাওলি দাম। ‘কালী’র সেকেন্ড সিরিজ নিয়ে মুম্বইতে ডাবিং-এ ব্যস্ত ছিলেন তিনি। ফলে সৃজিতের ‘জুলফিকার’ ছবির এই নায়িকারও দেখা মিলল না সে দিন।

 

সৃজিত-মিথিলা শুভেচ্ছা জানাতে সে দিনের দাওয়াতে কোয়েলের খুব আসার ইচ্ছে ছিল। কিন্তু সন্তানসম্ভবা কোয়েল যে ইদানীং বাড়ির বাইরেই বেরোচ্ছেন না। কাজেই...স্বভূমিতে সে দিন দেখা যায়নি সৃজিতের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। তবে শুভশ্রী শুটের জন্য আসতে না পারায় তাঁর খামতি পূর্ণ করে দিয়েছিলেন তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।

 

শুটিং থাকা সত্ত্বেও বন্ধু সৃজিতের ডাকে কলকাতা ফিরে সৃজিত-মিথিলাকে শুভেচ্ছা জানালেন তাঁর প্রিয় অভিনেতা, বন্ধু, দাদা,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মুম্বইতে ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। তাঁরাও কাজ শেষ করে ফিরতে পারেননি কলকাতায়।

সে দিন অতিথিদের মুখে মুখে ফিরছিল আরও দুটো নাম— দেব আর জিৎ? কোথায় ছিলেন তাঁরা? দেব বাঁ পায়ে ‘ফ্র্যাকচার’ নিয়ে বাড়িতে বসে। ফোন করেই সৃজিতকে জানিয়েছিলেন যে, তিনি আসতে পারছেন না।
আর জিৎ এসেছিলেন সে দিন মধ্যরাতে, সকলের অগোচরে।

 

Find out more: