আলিয়া ভাট এবং রণবীর কাপুরে সম্পর্ক সবসময় টক অফ দ্য টাউন থাকে। এবারেও তার ব্যতিক্রম হলো না। তাঁদের কবে বিয়ে হবে সেই নিয়ে জল্পনার শেষ নেই। তবে এই মহূর্তে চূড়ান্ত ব্যস্চ আলিয়া। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আলিয়া অভিনীত ব্রক্ষ্মাস্ত। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। ক্লান্ত আলিয়া তাই ফের একটা ছুটি চেয়ে বসলেন। নিজের ইনস্টাগ্রামে ফ্লোরাল প্রিন্ট-এর বিকিনি পরা পুরনো একটা ছবি দিয়ে লিখলেন, "আর একটা ছুটি চাই। আরও গাছ আর আরও সানসাইন। ধন্যবাদ"।
View this post on InstagramUmmm. One holiday please? With extra sunshine & extra trees.. To go :) thanks 🙃