গত বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা। করোনা ঠেকাতে আপাতত ভিন দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। আর সেকারণেই আনুষ্ঠানিক বিয়ের পর থেকে একে অপরের থেকে আলাদাই থাকতে হচ্ছে সৃজিত-মিথিলাকে। সৃজিত রয়েছেন কলকাতায়। আর মিথিলা তাঁর ঢাকার বাড়িতে রয়েছেন। ''সকালের আলো মেখে চার চাকা পায়ে, কবে দূর, যাবে আবার! বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়, খুঁজে সুর, পাবে আবার ! সেই হারানো চড়ুইয়ের ডাক, বলে যে গেছে সে চলে যাক!'' গানটি মৈনাক ভৌমিকের 'মাছ মিষ্টি অ্যান্ড মোর'-এর জন্য লিখেছিলেন সৃজিত মুখোপাধ্যায়।