করোনা আতঙ্ক আর লকডাউনে গৃহবন্দি বলিউড থেকে টলিউডের সব তারকাই। সেই তালিকায় বাদ পড়েনি বাঙালি অভিনেত্রী এনা সাহার নামও। কিন্তু পথ কুকুরদের কী হবে এই লকডাউনে ? তাই সন্তোষপুরে নিজের বাড়ির বারান্দা থেকে ডেকে ডেকে পাড়ার মানুষকে একবেলা করে কয়েক জন কুকুরকে খাওয়ানোর দায়িত্ব নিতে অনুরোধ করেছেন এনা।