উর্বশী রাউতেলা। সুন্দরী বলিউড অভিনেত্রী। ইতিমধ্যেই পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন বলিউডে। তবে যে অভিযোগ আগেও উঠেছিল সেই অভিযোগ আবারও উঠল এই সুন্দরী অভিনেত্রীর বিরুদ্ধে। গিগি হাদিদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট টোকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার নিউ ইয়র্কের লেখক জন পল বামারের টুইট হুবহু টোকার অভিযোগ উঠেছে উর্বশীর বিরুদ্ধে। স্বয়ং লেখক দু’টি টুইটের স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।