![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/bollywood-singer-badshah-promised-folk-singer-rattan-kahar-to-visit-his-homea845a94d-afbc-4e74-a59f-d3af6b89a9e8-415x250.jpg)
বীরভূমের বেটি লো...গান নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। প্রকৃত স্রস্ষ্টাকে নিয়ে। অবশেষে ভিডিও কলের মাধ্যমে স্রষ্টা রতন কাহারের সঙ্গে কথা হলো বাদশার। লকডাউন মিটলেই তিনি সিউড়ি আসবেন বলে জানিয়েছেন। এমনকী এই লোকগীতি শিল্পীর কাছ থেকে গানও শুনতে চান বলিউড গায়ক। যা শুনে মুগ্ধ হয়ে বাদশা নিজেই রতন কাহারের আরও বেশকিছু গান নিয়ে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন। উপরন্তু, রতন কাহারের পাশাপাশি তাঁর নাতি-নাতনির পড়াশোনার জন্যেও আর্থিক সাহায্যে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাদশা।